পীরগঞ্জে ৩০গজ দূরত্বে অপর মসজিদে ৩জন মুসুল্লি নিয়ে ঈদের জামায়াত
মোস্তফা মিয়া,পীরগঞ্জ থেকে:
গ্রামে বিশাল বড় জামে মসজিদ থাকা সত্বেও গ্রামের সকল মানুষের কথা-অনুরোধ তোয়াক্কা না করেই মাত্র ২ পরিবারের ৪ সদস্য মিলে একটি মসজিদ নির্মাণের কারণে সমাজচ্যুত হতে হয়েছে ওই দুই পরিবার কে। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বড় আলমপুর ইউনিয়নে। সেই আলোচিত দুই পরিবারের সদস্য হলেন, মোঃ মোজাফফর হোসেন ও তার ছেলে মুশফিকুর রহমান সহ বাকি এক পরিবার।
স্থানীয় সুত্রে জানা যায়,মসজিদ নির্মাণকে কেন্দ্র করে গ্রামের দুটি প্রভাবশালী পরিবার বাধা সৃষ্টি করে এবং গোটা সামাজ কে অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে,তারা (২ পরিবার) মিলে বড় মসজিদ থাকা সত্বেও আনুমানিক মাত্র ৩০ গজ দুরে মসজিদ তৈরি করে। যা সামাজ কে ভবিষ্যতে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করছেন বিশ্লেষকেরা।
কিন্তু চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, এমন পরিস্থিতির মধ্যেই ঈদের দিন গ্রামে ঈদের জামায়াত হলে বড় জামায়াতে দুই পরিবার অংশগ্রহণ না করলে তারা নিজেরাই পরে ঈদের নামাজ আদায় করেন। যেখানে মুসল্লী মাত্র ৪জন। ধারণা করা হচ্ছে এটিই দেশের সবচেয়ে ছোট ঈদের জামায়াত, যেখানে মাত্র চারজন মুসল্লি অংশগ্রহণ করেন। যা এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
৪জন ঈদের নামাজ আদায় করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে স্থানীয় শরিফুল ইসলাম নামের একজন মন্তব্য করেন, বাংলাদেশের সব থেকে ছোট ঈদের জামায়াত। যারা গ্রামের লোকের থেকে পরিত্যাজ্য।
এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।